সদর উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর হাতিয়া দ্বীপের সরকারি হাসপাতালে চিকিৎসক-নার্সের সংকট দূরীকরণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ নানা দাবিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দ্বীপবাসী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী শহরে অবস্থিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘সম্মিলিত সামাজিক সংগঠন’–এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযুক্তরা ব্যানার–ফেস্টুনে লিখেছেন—
‘ডাক্তার চাই, নার্স চাই, ওষুধ চাই’
‘হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি দ্রুত সরবরাহ করতে হবে’
‘হাসপাতালকে সিন্ডিকেট ও দালালমুক্ত করতে হবে’
এ সময় বিক্ষুব্ধ লোকজন নানা স্লোগান দিয়ে হাসপাতালের উন্নয়ন দাবি জানান।
বিজ্ঞাপন
কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে হাতিয়া স্টুডেন্ট ফোরাম, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া সমিতি-নোয়াখালী, হাতিয়া ফোরাম-বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন সংগঠন।
👉 দ্বীপবাসীর দাবি, দ্রুত উদ্যোগ না নিলে হাতিয়ার স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।