কবিরহাট উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আহমেদ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা।
রোমাঞ্চকর এ খেলায় ব্রিলিয়ার একাদশ ১-০ গোলে ছয় বাড়িয়া ক্রীড়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
ফাইনাল খেলা ঘিরে মাঠে ছিল হাজারো দর্শকের উপস্থিতি। দর্শকরা করতালি ও উল্লাসের মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। খেলাশেষে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করতে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত