ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

সুবর্নচর প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সুবর্ণচর প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে দলীয় প্রার্থী মাওলানা ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “৫ আগস্টের পর বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে দখল একই আছে, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। এদের দমাতে জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। চাঁদাবাজমুক্ত নোয়াখালী গড়তে হবে।”

এ সময় তিনি সৎ ও যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

মাওলানা ফিরোজ আলম অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর থেকে নোয়াখালী জেলা সবক্ষেত্রে সুযোগ-সুবিধাবঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। এখানকার সাবেক নেতারা সিটি করপোরেশন, বিভাগ ও সুবর্ণচর পৌরসভা হতে দেয়নি। নিজেদের আখের গুছিয়ে তারা পালিয়ে গেছে।”

বিজ্ঞাপন

শাখা সভাপতি মাও. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুহা. আবদুল মুকিত, মাও. শহীদুল ইসলাম, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন প্রমুখ।

সমাবেশকে ঘিরে সুবর্ণচর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাইজদী থেকে সুবর্ণচর যাওয়ার পথে ফিরোজ আলমের গাড়ি বহরে শতাধিক গাড়ি যুক্ত হয়। স্থানীয়রা ফুল ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে বরণ করে নেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: