ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবদল নেতার ল্যাবে রোগী না দেওয়ায় চিকিৎসককে লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

হাতিয়া প্রতিনিধি.
সেপ্টেম্বর ১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া  প্রতিনিধি

নোয়াখালীর খবর….

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মাহমুদুর রহমানকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যা রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র কক্ষে ঢুকে তাকে অশ্লীল গালিগালাজ, ধাক্কাধাক্কি ও হেনস্তা করা হয়। এসময় জীবন বাঁচাতে ডা. মাহমুদুর রহমান নিজের মোবাইলে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন, যেখানে তাকে বলতে শোনা যায়— “আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, অবশ্যই আমি ভিডিও করব।”

ল্যাব নিয়ন্ত্রণের দ্বন্দ্ব

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যা রাসেলসহ কয়েকজন যৌথ মালিকানায় স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ওছখালী বাজারে হাতিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। ওই সেন্টারের আরেক পার্টনার নাজমুল হোসেন রাউফুল অভিযোগ করেন, আরএমও রোগীদের অন্য ল্যাবে রেফার করে আসছিলেন।

বিজ্ঞাপন 

রোববার দুপুরে রোগী অন্য ল্যাবে যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রাসেল ও রাউফুলসহ তিনজন আরএমও’র কক্ষে ঢুকে তাকে হুমকি ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

ভিডিও ভাইরালের পর কারণ দর্শানোর নোটিশ

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জেলা যুবদল বিষয়টি আমলে নেয়। সোমবার দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন নিশ্চিত করেন, অভিযুক্ত মোমিন উল্যা রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

চিকিৎসকদের কর্মবিরতি

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রশাসনের বক্তব্য

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ভিডিওতে ঘটনাটি স্পষ্ট। ল্যাবের রোগী রেফার করা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: