ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে এডভোকেট ফারুক ও রুমানা ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর খবর

জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুমানা ইসলাম। মোট ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

গত ১৮ আগস্ট (সোমবার) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গনি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি চূড়ান্ত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা প্রেসক্লাব সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে নবগঠিত জেলা কমিটির পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও দৈনিক জনতার অধিকার পত্রিকার সম্পাদক এডভোকেট মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রুমানা ইসলাম, সহ-সভাপতি শেহাব উদ্দিন আহমেদ টিপু এবং রিপন মজুমদার।

কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, অর্থ সম্পাদক আনিসুজ্জামান টিটু, প্রচার সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মোছলে উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ইয়াছিন রুবেল, সংস্কৃতি সম্পাদক সানজিদা হক অনু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক আবুল বাশার।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত হোসাইন বাবু, আজহারুল ইসলাম আলমগীর, মো. আজিজ, মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার, মো. মোজাম্মেল হোসেন, সাব্বির ইবনে সিদ্দিক, ইমাম উদ্দিন সুমন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মেহরাজ হোসেন, আহসান হাবীব ও মোহাম্মদ মিরাজ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও তথ্যপ্রবাহ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুমানা ইসলাম সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: