এম রহিম
নোয়াখালীর খবর...
নোয়াখালী জেলার চরজব্বর থানার অটোরিক্সা চালক হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর বিশেষ অভিযানে মূল আসামি মনির হোসেন (৩৭)সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট রাত অনুমান ১টা ৫০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকা থেকে মামলার প্রধান আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে চর জব্বর থানার চর জুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন এলাকা থেকে সহযোগী আসামি লিটন (২৬) ও রিপন ওরফে জুয়েল (২৩) কে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নিহত কুলেস পেশায় অটোরিক্সা চালক এবং মামলার বাদীর পিতা। ২৫ আগস্ট দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি রিক্সা নিয়ে ভাড়ায় বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
র্যাব জানায়, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত