নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) এক অনুষ্ঠানের মাধ্যমে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার জনাব আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক জিএম ও পুরস্কারপ্রাপ্ত লেখক জনাব লুতফুর রহমান চৌধুরী, পরিষদের সভাপতি জহুরুল হক চৌধুরী জহির এবং কবিরহাট আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবদুল হক বাবুল (বিএসসি)। এছাড়াও স্থানীয় বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বসুন্ধরা মিডিয়া গ্রুপ লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার ও কবিরহাট ইকবাল বোর্ডিং, মাহবুব শপিং সেন্টার, ইকবাল মাল্টিমিডিয়া এবং সস্তা বাজারের পরিচালক সাংবাদিক একেএম ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিক ইকবাল বলেন,
“জীবনের সোনালী দিনগুলো মানুষের কল্যাণে ব্যয় করেছি, বাকী দিনগুলোতেও যেন একই ধারা অব্যাহত রাখতে পারি—এ দোয়া করবেন।