নোয়াখালীর খবর....
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে আজ শুক্রবার ২৯ আগস্ট এক পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির ঘটনায় লুট হওয়া হাতঘড়ি, বেসলাইট, মোবাইল ফোন, নগদ টাকা ও একটি টি-শার্ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া (ভূঁইয়া পাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা বাতেন ভূঁইয়া ও মাতা আয়েশা বেগম।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে পেশাদার ডাকাতির সঙ্গে জড়িত। সম্প্রতি সোনাইমুড়ী থানার বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতি মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত