কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পানিতে ডুবে সুলতান নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান কবিরহাট উপজেলার পূর্বলামছি গ্রামের আবু তাহের মেম্বারের নাতি ও শহিদুল্লাহর ছেলে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সুলতান। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত