নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর খবর...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সওদাগর বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে মো. মোস্তফা (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধি বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই এলাকার রহমতউল্লা মাষ্টারের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা গিয়ে সনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ বিকেলে পাশের বাড়ির এক ব্যক্তি পরিত্যক্ত পুকুরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে তারা লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত