কোম্পানীগঞ্জে দিনব্যাপী উচ্ছেদ অভিযান, ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) চরফকিরা ইউনিয়নের চাপরাশির খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ সময় প্রভাবশালীদের দখলে থাকা চরকালী মোল্লার দোকান ও শিশু তলা এলাকায় নির্মিত দোকান ঘর উচ্ছেদ করে খাল খনন করা হয়। এর ফলে খালের স্বাভাবিক জলপ্রবাহ পুনরুদ্ধার হয়।
বিজ্ঞাপন
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম নোয়াখালীর খবরকে বলেন,
“অবৈধ দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত