ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গৃহবধূর ওপর বখাটেদের হামলা: দোতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা; দুইজন আটক

মোহাম্মদ আরমান
আগস্ট ২৪, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে গৃহবধূর ওপর বখাটেদের হামলা: দোতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা; দুইজন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় ৭-৮ জন বখাটে। এ সময় ধর্ষণ থেকে বাঁচতে গৃহবধূ দোতলা ভবন থেকে লাফ দেন। এতে তার পা ভেঙে যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের পৌর বাজার এলাকায়। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) বিকালে স্থানীয়রা দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ ও একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে পৌর বাজারে সামান্য কথাকাটাকাটির জেরে ৮-১০ জন যুবক হঠাৎ তাদের কাছে এসে বিষয়টি জানতে চান। স্বামী-স্ত্রী এটি পারিবারিক ব্যাপার বলে জানালেও তারা জোর করে স্বামীকে আলাদা কক্ষে নিয়ে মারধর করে এবং অন্যান্য আত্মীয়-স্বজনদেরও আটক করে রাখে। একপর্যায়ে অন্য কক্ষে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। বাঁচার জন্য গৃহবধূ দোতলা ভবন থেকে লাফিয়ে পড়েন। এতে তার পায়ে রড ঢুকে যায় এবং মারাত্মক জখম হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর স্বামী জানান, তারা বিষয়টি পৌরবাজার ব্যবসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তাকে অবহিত করেন। পরে তিনি গোপনে লোকজন দিয়ে অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা দু’জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: