কোম্পানীগঞ্জে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মিডিয়া সেলের উদ্বোধন
আজ -২৩ আগস্ট শনিবার বাদ মাগরিব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড লন্ডন টাওয়ারে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত ইসলামিক সামাজিক সংগঠন আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর মিডিয়া সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি মাওলানা-মুফতি মোস্তাকুন্নবী। এসময় তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।
সংগঠনের চেয়ারম্যান সাইখ আতিকুল্লাহ জুলফিকার বলেন,
“এই অফিস থেকেই আমাদের সকল প্রচার ও মিডিয়া কার্যক্রম পরিচালনা করা হবে। গত পেশিবাদ সরকারের সময়ে আলেম-উলামারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে সরকারের পরিবর্তনের পর এখন আমরা আশা করি সংগঠনের কার্যক্রম সঠিক ও সফলভাবে পরিচালনা করতে পারব। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র-অসহায় মানুষদের সহযোগিতা করা, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং ইসলামের খেদমতে কাজ করা।”
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন,
“আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা বাংলাদেশে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি।”
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ওলামায়ে কেরাম ও আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত