নোয়াখালীতে প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস, অভিভাবকদের মধ্যে ক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এতে এলাকায় ব্যাপক সমালোচনা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল এবং হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমকে নিয়ে। প্রায় ৪ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ওই ভিডিওটি গত রবিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অভিভাবকদের আপত্তির মুখে গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম সোমবার দুপুরে সহকারী শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে মৌখিকভাবে নিষেধ করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল দাবি করেছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার ব্যক্তিগত ডিভাইস থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে একটি চক্র তাকে ব্ল্যাকমেইল করে আসছে।
অন্যদিকে, অভিযুক্ত সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। অথচ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে তারা শিক্ষকতার মতো মহান পেশার মর্যাদা নষ্ট করেছেন।
হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। যদিও কোনো লিখিত অভিযোগ পাইনি। বুধবার অফিসে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে।”
স্থানীয় অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত