নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ) দিনব্যাপী উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়।
প্রতিযোগিতায় আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং মাকসুদাহ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমির হোসেন বিএসসির সভাপতিত্বে ও সদস্য জীবন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন ও কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদদাতা এহসানুল আলম খসরু, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত