বেগমগঞ্জে দখলমুক্ত খাল, জলাবদ্ধতা নিরসনে ইউএনও আরিফুর রহমানের উদ্যোগে জনস্বস্তি
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান।
অবৈধভাবে দখলকৃত খাল ও সরকারি সম্পত্তি উদ্ধারে গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করছেন তিনি। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এসব উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় খাল ও জলাশয় দখল করে স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার তীব্র সমস্যা দেখা দেয়। ইউএনও’র নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করে খালগুলো দখলমুক্ত করা হচ্ছে। এতে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হওয়ায় স্থানীয়রা স্বস্তি ফিরে পাচ্ছেন।
এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রশাসনের এমন পদক্ষেপ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”
জলাবদ্ধতা নিরসনে ইউএনও মোঃ আরিফুর রহমানের গৃহীত পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তাকে ব্যাপক প্রশংসায় ভাসতে দেখা যাচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত