কবিরহাটে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কবিরহাট প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব পূদম পুষ্প চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক উম্মুল ফারা বেগম তাজকিরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মোহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। পরে মৎস্যচাষীদের মধ্যে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।