নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ।
সভায় জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত