নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর আঙুল বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাঁ হাত মারাত্মকভাবে জখম হয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর কন্ট্রাক্টর পোল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত সালাউদ্দিন আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
স্বজনদের অভিযোগ, সম্প্রতি সালাউদ্দিন তাদের গ্রামের কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। এরপর থেকেই স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি অস্বীকার করায় শনিবার সকালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি কোপায় এবং সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত