কবিরহাটে জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও নানাবিধ নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্ষা মৌসুমে কবিরহাট উপজেলার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে মারাত্মক সমস্যায় পড়ছে।
তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। কৃষকরা সেচ কার্যক্রমে বিপাকে পড়ছেন, ফলে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়া, উপজেলার বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। তাই অবিলম্বে প্রধান সড়ক ও গ্রামীণ সড়ক সংস্কারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,
“জনগণের করের টাকায় উন্নয়ন হচ্ছে, তাই সেই উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে এসব সমস্যার কার্যকর সমাধান করতে হবে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত