নোয়াখালী কোম্পানীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫আগস্ট) বিকাল ৫টার দিকে বসুরহাট পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স ২২ বছর, বাড়ি দিনাজপুর জেলায়। তিনি একটি ৩ তলা ভবনের ছাদে নির্মাণ কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা ও সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত