ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের ফ্রি টাইফয়েডের টিকা দিচ্ছে সরকার.

হিমেল আহাম্মেদ
আগস্ট ১৪, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের ফ্রি টাইফয়েডের টিকা দিচ্ছে সরকার.

শুরু হচ্ছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি,

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় শুরু হওয়া এ কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে। তবে টিকা নিতে হলে আগে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে হলে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর (সব তথ্য ইংরেজিতে) দিতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন, ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে) ও বর্তমান ঠিকানা দিতে হবে। তথ্য জমা দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি কোড যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

টিকাদান কেন্দ্র নির্বাচন

রেজিস্ট্রেশনের সময় টাইফয়েড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা বহির্ভূত অপশন বেছে নিতে হবে। স্কুলভিত্তিক হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড, জোন পূরণ করতে হবে এবং নির্ধারিত টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। বহির্ভূত ক্ষেত্রে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নিতে হবে।

ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট সংগ্রহ

রেজিস্ট্রেশন শেষে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত দিনে এই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

জেনে রাখুন

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের জন্য জন্ম তারিখ, ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, মা-বাবার মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লাগবে।
রেজিস্ট্রেশন শেষে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে টিকাদান কেন্দ্রে যেতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: