বিনা খরচে যেভাবে TIN সার্টিফিকেট বাতিল করবেন
জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিয়ম অনুযায়ী TIN (Tax Identification Number) সার্টিফিকেট বিনা খরচে বাতিল করা সম্ভব। এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে—
১. বাতিলের কারণ নির্ধারণ
করযোগ্য আয় না থাকা
ব্যবসা বা পেশাগত কার্যক্রম বন্ধ হওয়া
বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়া বা অন্য বৈধ কারণ
২. অনলাইনে লগইন
NBR এর eTIN ওয়েবসাইট: https://secure.incometax.gov.bd
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন
৩. আবেদন জমা
TIN বাতিলের নির্দিষ্ট ফর্ম (TIN Cancellation Application) পূরণ
অনলাইনে সাবমিট বা কর অঞ্চল অফিসে সরাসরি জমা
৪. প্রয়োজনীয় ডকুমেন্ট
জাতীয় পরিচয়পত্রের কপি
TIN সার্টিফিকেটের প্রিন্ট কপি
লিখিত আবেদনপত্র (কারণ উল্লেখ করে)
ব্যবসা বন্ধের প্রমাণপত্র (যদি প্রযোজ্য)
৫. যাচাই ও অনুমোদন
কর অফিস আবেদন ও ডকুমেন্ট যাচাই করে অনুমোদন দেবে
অনলাইনে বাতিলের স্ট্যাটাস দেখা যাবে
বিজ্ঞাপন
💡 গুরুত্বপূর্ণ:
TIN বাতিলের জন্য কোনো ফি নেই
কোনো বকেয়া কর বা রিটার্ন জমা না থাকলে আগে সমাধান করতে হবে
কর অফিসে সরাসরি গেলে সাধারণত দ্রুত সমাধান মেলে
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত