নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা
নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার ছাতার পাইয়া চৌরাস্তার সংলগ্ন একটি প্রাইভেট জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আসমা (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আসমা সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পশ্চিমা পাড়া নতুন বাড়ির রফিকের স্ত্রী। পরিবারের অভিযোগ, সকাল ৭টার দিকে সিজার করানোর জন্য আসমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে ডা. দিল আফরোজ স্বর্ণার নেতৃত্বে সিজার অপারেশন সম্পন্ন হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সিজারের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিবারের দাবি, হাসপাতালে কোনো অভিজ্ঞ গাইনী বা এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ছিলেন না। ভুয়া ডাক্তার ও নার্স-ওয়ার্ডবয়ের মাধ্যমে সিজার করানো হয়। এক পর্যায়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম বলেন, “প্রসূতির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।” এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং আপাতত হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত