ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক যুব দিবসে কোম্পানীগঞ্জে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‌্যালি

মোহাম্মদ আলাউদ্দিন
আগস্ট ১২, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক যুব দিবসে কোম্পানীগঞ্জে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‌্যালি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

র‌্যালিতে শতাধিক যুবক, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত ইসলমীর নায়েবে আমীর নিজাম উদ্দিন ফারুকী, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, পৌর সেক্রেটারি হেলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ.এম নুর আলম ফয়সাল ও বসুরহাট পৌরসভা যুব বিভাগের সভাপতি ইয়াকুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে যুব সমাজ হচ্ছে উন্নয়ন, পরিবর্তন ও নেতৃত্বের মূল চালিকা শক্তি। নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠলে যুবকরা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। তারা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থেকে শিক্ষিত, দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই র‌্যালির মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “যুবকদের ক্ষমতায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণ”।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: