ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মৌচাকে গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

এম রহিম
আগস্ট ১১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মৌচাকে গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। নিহতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা—রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলি দৌলতার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মিজান এবং খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাকির।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) বিকেলে নিহতদের পরিচয় নিশ্চিত করেন রামনারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক উল্লাহ। তিনি জানান, মিজান তার বন্ধু এবং তার কোনো শত্রু ছিল না। প্রায় ১০ বছর আগে মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তার দুলাভাই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাকে দেখতে ৩০টি ডাব নিয়ে ওই গাড়িতে করে ঢাকায় যান।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। নিরাপত্তাকর্মীদের জানানো হয়, গাড়িতে রোগী আছে। দীর্ঘ সময় গাড়ি না বের হওয়ায় সন্দেহ হলে ভেতরে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত জাকির ছিলেন গাড়িটির চালক, মিজান তার পরিচিত। তারা ঢাকায় একজন রোগীকে নিতে এসেছিলেন।

রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা কম হলেও সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে। বেজমেন্টে প্রচণ্ড গরম ও সাফোকেশনের কারণে মরদেহে পচন ধরেছে।

বিজ্ঞাপন

গাড়িটি টয়োটা ফিল্ডার–এক্স মডেলের, যার মালিক জোবায়ের আহমেদ সৌরভ। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী জানান, নিহতদের বাড়ি চাটখিল উপজেলায়। সব তথ্য রমনা থানায় পাঠানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা নেবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: