নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামের জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকার ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মাওলানা বেলাল হোসাইন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা এবং রশিদ কলোনি ইউনিট জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রশিদ কলোনী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় জামায়াত নেতা মো. হাসানুজ্জামান জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাওলানা বেলাল হোসাইনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় জামায়াত নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন বসুরহাট সিটি হাসপাতাল....
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত