নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন—
ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।
জানা গেছে, একটি পরিবারভুক্ত মোট ১১ জন যাত্রী ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে তারা দুটি গাড়িতে ভাগ হয়ে রওনা দেন। একটি প্রাইভেটকার এবং অপরটি হাইস মাইক্রোবাস। পথিমধ্যে হাইসটি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে পেছনের সিটে থাকা ৭ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালকসহ ৪ জন কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে বেঁচে যান।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার সংবাদ পান এবং ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, “ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।