নোয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত
📍 প্রতিনিধি, নোয়াখালী | প্রকাশ: ৬ আগস্ট, বুধবার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস খালে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত জন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তারা। সেখান থেকে লক্ষ্মীপুরে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়।
—
🕯️ নিহতদের পরিচয়:
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন:
ফয়জুন নেসা (৮০)
খুরশিদা বেগম (৫৫)
কবিতা বেগম (৩০)
লাবনী বেগম (৩০)
রেশমি আক্তার (১০)
মীম আক্তার (২)
লামিয়া আক্তার (৯)
তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি গ্রামে।
📢 কীভাবে ঘটল দুর্ঘটনা?
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন,
> “চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়ির কয়েকজন যাত্রী কোনোমতে বের হয়ে আসতে পারলেও সাত জন পানিতে আটকা পড়ে মারা যান। স্থানীয়রা তাদের জীবিত ভেবে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি।”
🚒 উদ্ধার অভিযান:
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
> “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে বেশিরভাগ যাত্রীই ভেতরে আটকা পড়ে ছিলেন। উদ্ধারকৃত মাইক্রোবাসটি হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে।”
😢 এলাকায় শোকের ছায়া
একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের উত্তর জয়পুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
🛑 সতর্ক বার্তা
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে,
দীর্ঘযাত্রায় চালকদের পর্যাপ্ত বিশ্রাম ও সচেতনতা কতটা জরুরি।
জনসাধারণকে নিরাপদ যাত্রার বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
—
🕊️ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
📌 আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন।