বিশ্ব ক্রিকেট মঞ্চে কবিরহাট উপজেলার উজ্জ্বল নক্ষত্র — জাফর ইমাম রিয়াদ
সোয়াজিল্যান্ড (বর্তমান এস্বাতিনি) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতির (Vice President) দায়িত্ব পালন করছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান জাফর ইমাম রিয়াদ। তিনি বর্তমানে দেশটির নারী ক্রিকেট দলের আন্তর্জাতিক সফরে নেতৃত্ব দিচ্ছেন, যেটি অংশ নিচ্ছে আইসিসি উইমেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ আফ্রিকা ডিভিশন ২ কোয়ালিফায়ার প্রতিযোগিতায়।
জাফর ইমামের বাড়ি নুর সোনাপুর গ্রাম, ১নং নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাট উপজেলা, নোয়াখালী। দেশের সীমারেখা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই অসাধারণ নেতৃত্ব তাঁর একক অর্জন নয় — এটি পুরো নোয়াখালী, কবিরহাট ও বাংলাদেশের গর্বের প্রতীক।
সম্প্রতি সোয়াজিল্যান্ডের নারী ক্রিকেট দল বতসোয়ানার উদ্দেশে যাত্রা করেছে। তাদের বিদায়ী অনুষ্ঠানে জাফর ইমাম বলেন,
“আমরা শুধুমাত্র উপস্থিত থাকার জন্য যাচ্ছি না, আমরা লড়তে যাচ্ছি, আমাদের দেশের পতাকা গর্বের সাথে বহন করতে যাচ্ছি।”
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছানোর দরজা খুলবে। দলটির অভিজ্ঞতা ও প্রতিভা নিয়ে আত্মবিশ্বাসী দেশটির কোচ ও কর্মকর্তারা।
নোয়াখালীর খবর এর পক্ষ থেকে জাফর ইমাম রিয়াদকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
✨ আপনার এই অসাধারণ সাফল্য হোক আগামীর প্রজন্মের অনুপ্রেরণা। দেশ ও জাতির জন্য বয়ে আনুক আরও সম্মান ও গৌরব।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত