শাহাদাত হোসেন: প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু করেছে স্লোগানে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (১ আগস্ট)বিকেলে চরকাঁকড়া ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ড ব্যাপারী স্কুল সংলগ্ন, হাজী আজিজুল হক পঞ্চায়েত নতুন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএ এম মান্নান মুন্না।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি জনসাধারণের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক ইনকিলাব পত্রিকা নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, সাংবাদিক সঞ্চয়, সাংবাদিক বিমল, সাংবাদিক মেজবাহ,সাংবাদিক শাকিল, সাংবাদিক শাহাদাত, সাংবাদিক ইমাম হোসেন খাঁন,মানবাধিকার কর্মী ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্যান্য সাংবাদিকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান। জেলায় বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) আগামীতেও সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি।