ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোরিয়ায় গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন নোয়াখালী কোম্পানিগন্জের আল-আমিন

হিমেল আহাম্মেদ
জুলাই ৩১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোরিয়ায় গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন নোয়াখালী কোম্পানিগন্জের আল-আমিন

নোয়াখালীর গায়ক ও অভিনেতার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত

নোয়াখালীর তরুণ গায়ক ও অভিনেতা আল আমিনের জন্য ২০২৫ সাল হয়ে উঠেছে স্বপ্নপূরণের বছর। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদা পাওয়া বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’-তে নামভূমিকায় অভিনয় করে তিনি ইতোমধ্যে দেশ-বিদেশে আলোচনায় এসেছেন।

সেই ধারাবাহিকতায় বর্তমানে আল আমিন অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ায়, গানের একটি অনুষ্ঠানে অংশ নিতে। আর সেখানেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা—কোরিয়ায় গিয়ে স্বপ্নের নায়িকা জুন জি হিয়নের সঙ্গে দেখা হয়ে যায় তার।

নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার ২৩ বছর বয়সী আল আমিন জানান, কান উৎসবের জন্য নির্বাচিত হওয়ার খবর তিনি পেয়েছিলেন পরিচালক আদনান আল রাজীবের মাধ্যমে। এরপর কান উৎসব ও গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। তবে কোরিয়ায় আসার পেছনে তার আরেকটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল—প্রিয় কোরিয়ান অভিনেত্রী জুন জি হিয়নের দেখা পাওয়া।

আল আমিন নোয়াখালীর খবরকে বলেন,
“স্বপ্নের নায়িকা জুন জি হিয়নের সঙ্গে দেখা হওয়ার তাড়না নিয়েই কোরিয়ায় পা রাখি। অবিশ্বাস্য হলেও সত্যি, বিমানবন্দরেই তার দেখা পাই। চারপাশে ছিল পুলিশ প্রোটোকল, ভক্তদের ভিড়। আমিও সুযোগ হাতছাড়া করিনি, ভিড়ের মধ্যেই ছবি তুলে স্মৃতি ধরে রাখি।”

তিনি আরও বলেন,
“প্রথম কোরিয়ান ড্রামা দেখি জুন জি হিয়নের অভিনয় দিয়েই। তার নাটক দেখেই কোরিয়ায় আসার ইচ্ছে জাগে। কিছুদিন আগেও উনার একটি গান কাভার করে ফেসবুক পেজে আপলোড করেছিলাম। আমার ফোনের ওয়ালপেপারেও তার ছবিই রয়েছে।”

নিউজটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে আল আমিনের ফোনের ওয়ালপেপারের ছবিও, যেখানে দেখা যাচ্ছে তার প্রিয় অভিনেত্রীর মুখচ্ছবি।

একদিকে বিশ্ব দরবারে বাংলাদেশের গর্ব হয়ে উঠেছেন আল আমিন, অন্যদিকে স্বপ্নপূরণের এই বিশেষ মুহূর্তে ব্যক্তিগত দিক থেকেও তিনি অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: