নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণালঙ্কারসহ নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে প্রায় আধা ভরি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায়, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা এবং তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে সেবারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-ইমান আলী, গ্রাম-ইয়ারপুর, সেনবাগ। ২. মোঃ মিলন হোসেন (৩২), পিতা-কিছমত আলী, গ্রাম-দুর্গাপুর, বেগমগঞ্জ।
তাদেরকে মেসার্স আলাউদ্দিন ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ আনা ৪ রত্তি ৯ পয়েন্ট ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৪,৯৯৩ টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার মাধ্যমে সহজ-সরল নারীদের আসল স্বর্ণ চুরি করে থাকে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এছাড়া, সাইফুল ইসলাম দাগনভূঁইয়া থানার একটি মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং মিলন হোসেন বেগমগঞ্জ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ ঘটনায় এএসআই জুয়েল রানা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
–POLICE MEDIA CELL, NOAKHALI