নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবির ঘটনায় আরও এক জেলের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
নিহতের নাম আরাফাত উদ্দিন (১৮)। তিনি হাতিয়ার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে সুখচরের কাউনিয়া খালসংলগ্ন মেঘনা নদীর মোহনা থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে হাতিয়ার মেঘনা নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় চার জেলে নদীতে পড়ে যান। পরে সোমবার সকালে উদ্ধার করা হয় আরেক জেলে মাইন উদ্দিনের (১৭) লাশ। তিনি চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মো. আফসার উদ্দিন (৪০) ও আবদুর রহমান (৩০) নামের আরও দুই জেলেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেন। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নলচিরা নৌ পুলিশের পরিদর্শক আশীষ চন্দ্র সাহা জানান, “দুপুর দেড়টার দিকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে, নদীতে চলাচলকারী বাল্কহেডগুলোর বেপরোয়া চলাচল এবং নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত