কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে জেঠাতো ও চাচাতো ভাই।
শনিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরীর হাট এলাকার বটতলা সংলগ্ন বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে বাড়ির পেছনের একটি পুকুরে পড়ে যায় দুই শিশু। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজ না পেয়ে পুকুরে খুঁজতে শুরু করে। পরে পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত