নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি পুকুর থেকে রোকেয়া পারভীন (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং নুরুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে একটি পুকুরে বোরকা পরা অবস্থায় ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহত রোকেয়া পারভীনের ছেলে মনিরুল আহছান পুলিশকে জানিয়েছেন যে, তাঁর মা একজন মানসিক রোগী ছিলেন। বুধবার রাতে তিনি চিৎকার-চেঁচামেচি করছিলেন এবং বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওসি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত