নোয়াখালীর সেনবাগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোরশেদ আলম রানা (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সরদারপাড়া মোড় এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রানা উপজেলার ছাতারপাইয়া গ্রামের মো. আলমের ছেলে। আহতরা হলেন খাজুরিয়ার মো. একদাদ (২৫), মো. রাসেল (২৬), সোনাইমুড়ীর মো. হাসান (২৫) ও বারগাঁও গ্রামের মো. নাঈম (২৫)।
প্রত্যক্ষদর্শী মো. জামাল হোসেন জানান, ছাতারপাইয়া বাজার থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কানকিরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং পাঁচজন আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের ছাতারপাইয়া বাজারের সাফিয়া-সোবহান হসপিটালে নিয়ে যান।
হাসপাতালটির ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে রানা নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।’
রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম। তিনি বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।’