সেনবাগের নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল গ্রেফতার
নোয়াখালী: সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার মামলায় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখ করুন) নোয়াখালীর বিচারিক আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কোর্ট পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরণ করে।
জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী প্রচারণায় বাঁধা দেন বেলায়েত হোসেন সোহেলসহ আরও কয়েকজন। ওই সময় তারা ফারুকের ওপর হামলা চালিয়ে তাকে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির হুমু বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে চেয়ারম্যান সোহেলকে গ্রেফতার করা হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার রেশ পড়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত