নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মাটি খেকো, বালু খেকো, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতিকারীদের বিচার করে দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও রুচিহীন মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একটি গোষ্ঠী শহিদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যা একটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের নমুনা। এছাড়া যারা নির্বাচন বানচাল করতে আসবে তাদেরও প্রতিহত করতে হবে।
মো. ফখরুল ইসলাম বলেন, নোয়াখালীর মাটি বিএনপির ঘাঁটি। এখানে একসময় কাউয়া কাদের তার ভাই কাদের মির্জাসহ ভাগনেদের দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করতো। আমরা মনে করেছি ফ্যাসিবাদের পতনের পর এসব বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয় গত ১১ মাসে কোম্পানীগঞ্জে আমাদের দলের গুটি কয়েক নেতা মাটি-বালু বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। প্রশাসনকে বলব এখন বিএনপির কোনো কমিটি নাই, আপনারা কোনোদিকে না তাকিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
মো. ফখরুল ইসলাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর থেকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির হাল ধরেন। তিনি আগামি নির্বাচনে এ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
এসময়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, সদস্য সচিব আবুল বাশার, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত