এম,এ রহিম- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় সময় জুলাই- আগস্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে,স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অরূপ মজুমদার এর সঞ্চালনায় এতে বক্তব্য বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সাইফুল, ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মোঃ ইয়াছিন হোসেন রিয়াদ,চরপার্বতী ইউনিয়ন যুবদলের নেতা মাইন উদ্দিন মাসুম,কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন দুলাল প্রমুখ।
বক্তাদের বক্তব্য শেষে স্মরণ সভায় শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় জুলাই-আগস্টের আন্দোলনে আহত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদক নেতা ইয়াছিন হোসেন রিয়াদ,মাইন উদ্দিন মাসুম ও মাইন উদ্দিন দুলালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।