নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে মানবিক যুবনেতা আবুল কাশেম
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক যুবনেতা আবুল কাশেম। শুক্রবার-১১জুলাই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন।
ত্রাণ বিতরণে তাকে সহযোগিতা করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের যুব সমাজ। এই মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আবুল কাশেম বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্ট, দুর্দশা এবং তাদের জরুরি প্রয়োজনের কথা সরেজমিনে শোনেন।
তিনি বলেন, “এই দুর্যোগময় সময়ে ধৈর্য হারানো যাবে না। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করব। আশার আলো এখনও আছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে অনেক বাড়িঘর ডুবে গেছে। মাছের ঘের, গবাদিপশু, হাঁস-মুরগির খামার পানিতে ভেসে গিয়ে বহু পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন যুবনেতা আনোয়ার হোসেন রিপন, আলা উদ্দিন, নুর উদ্দিন, আলাউদ্দিন,
সুজন, মাইনউদ্দিন, মুসলিম উদ্দিন সাকিব, হাকিম, ইব্রাহিম, জাহিদসহ আরও অনেকে।
স্থানীয়দের মধ্যে আবুল কাশেমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, “এই দুর্দিনে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত সমাজসেবক।”