ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচন
ঢাকা, ১০ জুলাই: অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে ফেনী ও নোয়াখালী জেলার সাম্প্রতিক অবস্থা নিয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা বন্যা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার প্রকল্পের নকশা চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পেরও চূড়ান্তকরণ প্রক্রিয়া চলছে।
নোয়াখালীর খাল ও ড্রেনেজ ব্যবস্থা অবমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়েও বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও সভায় জানানো হয়।
এছাড়া, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন স্থানে বিতরণকৃত ত্রাণ, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়েও সভায় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।