"কান চলচ্চিত্রের" আল আমিনকে সংবর্ধিত করলো স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ।
আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করায় নোয়াখালী কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আল-আমিনকে প্রথমবারের মতো তার নিজ এলাকায় বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে সুনামধন্য মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'উই ফর ইউ'-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "উই ফর ইউ" কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইম মো: ইব্রাহীম, সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক তাসরান হোসেন রিয়াদ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নোমান শিবলু, রিদয়, ঢাকা ইউনিটের সহ সভাপতি মাহি শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির আমির হোসোন জাহিদ, উজ্জল, সুমন, ছায়েদ মাহমুদ শুভ, ফারহানা নূর প্রিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ
উল্লেখ্য, নোয়াখালী কোম্পানীগঞ্জের ডুয়েল ভয়েজ খ্যাত আল আমিন ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান-২০২৫ এ অংশগ্রহণ করে দেশ বাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।ব্যতিক্রমী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’-এর প্রধান চরিত্রে অভিনয় করে কোম্পানীগঞ্জের ছেলে আল আমীন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি কানে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে "স্পেশাল ম্যানশন" অর্জন করে।
যদিও আল আমীন মূলত গানের মানুষ। নারী ও পুরুষ দুই কন্ঠে অসাধারণ গান গেয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। কিন্তু গুণী নির্মাতা আদনান আল রাজীব এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত