দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মিচেলসপ্লেইনে স ন্ত্রা সীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালী জেলার মাইজদী এলাকার বাসিন্দা প্রবাসী মিজান।
সোমবার দুপুরে নিজ বাসায় তাকে লক্ষ্য করে গু লি চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাংলাদেশিদের বরাতে জানা গেছে, কয়েকজন অজ্ঞাত অস্ত্র ধারী বাসায় ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে একাধিক গু লি ছোঁড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
জানা গেছে, সম্প্রতি মিজান একটি অপহরণ মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা প্রতিশোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গত মাসে কেপটাউনে তিন বাংলাদেশি ও মিজান হত্যার ঘটনায় কেপটাউনের বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত